কন্যা ইরামের প্রথম ছবি পোস্ট করলেন সাকিব

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ  শিশির তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গত মাসে।

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ গত ২৪ এপ্রিল তাঁর দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের খবর পাওয়া গেলেও প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন সাকিব ৷ আজ বাংলাদেশ সময় বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের মেয়ে হওয়ার কথা জানান সাকিব ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী শিশির তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গত মাসে ৷ মেয়ের নাম রেখেছেন ইরাম হাসান ৷

নিজের ফেসবুক পেজে মেয়ের ভিডিও পোস্ট করে সাকিব লিখেছেন, ‘‘ আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইরাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।’’

স্ত্রী উম্মে আহমেদ শিশির ও বড় মেয়ে আলায়না হাসান অব্রি ও ইরামকে নিয়ে ভিডিও বার্তা দেন সাকিব। সাকিব-শিশিরের মাঝে ছোট বোন ইরামকে কোলে নিয়ে বসে ছিল আলাইনা। এরপর সাকিব সবার কুশলাদি জিজ্ঞেস করে ইরামের জন্য দোয়া চেয়ে তাকে দেখান ক্যামেরা সামনে নিয়ে।  

সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। আমরা আমাদের দ্বিতীয় কন্যাকে আপনাদের মাঝে উপস্থিত করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন সে যেন সুস্থ সবল থাকে। তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

এই কথা বলেই সাকিব ইরামের দিকে ক্যামেরা ফোকাস করলে আলাইনা নিজের বোনের নাম বলে সবার উদ্দেশে। ইরামকে দেখিয়ে সাকিব বলেন, এই হচ্ছে আমাদের ইরাম, এই হচ্ছে আমাদের বেবি। ওর নাম হচ্ছে ইরাম হাসান। এ সময়  শিশির বলে ওঠেন সবাই ওর জন্য দোয়া করবেন।

সাকিব-শিশির বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ‘১২-১২-১২’ তারিখ থেকে দুজন একই ছাদের নিচে বসবাস শুরু করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।

আরও পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

দাকোপ প্রতিদিন

করমজলে ৪৪টি ডিম পেড়েছে কুমির পিলপিল

দাকোপ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

দাকোপ প্রতিদিন

জনপ্রিয় বাংলা টাইপ সফটওয়্যার ‘অভ্র’ আবিষ্কার করেও প্রচারের আড়ালে রয়ে গেলেন এই তরুণ ডাক্তার

দাকোপ প্রতিদিন

মানবতার সেবায় দাকোপ ব্লাড-ব্যাংকের যাত্রা শুরু

দাকোপ প্রতিদিন

করোনা রোগীকে ঘৃণা নয়

দাকোপ প্রতিদিন

গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি পেলে কমবে করোনার প্রকোপ এমন ধারণার কোনো ভিত্তি নেই

দাকোপ প্রতিদিন

চালু হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে

দাকোপ প্রতিদিন

ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে পদ্ধতি সফল হয়েছিলো

দাকোপ প্রতিদিন