করানোয় মৃত চাচাকে দেখতে দিনাজপুর থেকে খুলনায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৭)। নিহত শহীদ আলী খুলনার সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং সোনাডাঙ্গার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে।
আজ ২৭ জুন শনিবার সকাল ৮টার দিকে পাকশীর লালন শাহ সেতু এলাকার মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেখ শহীদ আলী ব্যবসায়িক কাজে দিনাজপুরে অবস্থান করছিলেন। শুক্রবার খুলনায় তার চাচা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি চাচার মৃত্যু সংবাদ পাওয়ার পর আজ শনিবার ভোরে দিনাজপুর থেকে নিজের পিকআপে খুলনায় ফিরছিলেন। তিনি চালকের পাশে বসে থাকা অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত্যুকালে শহীদ আলী ছোট দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামী যুবলীগের তারুণ্যদীপ্ত এই নেতা অত্যন্ত্ জনপ্রিয় ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের লড়াকু সৈনিক বলে পরিচিত ছিলেন। সদা হাস্যোজ্জ্বল এই নেতা একদিন আগেই দিনাজপুর থেকে তার বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে আসেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।