করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
সোমবার (৪ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি মণি লাল আইচ লিটু। তবে মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান তিনি।
সপ্তাহ দুই আগে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও আজ নতুন করে মুনতাসীর মামুনের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকেরা বলছেন, অনেক সময় পরীক্ষার ফল পুরোপুরি সঠিক আসে না। তাঁরা ধারণা করছেন মুনতাসীর মামুনের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।
মুনতাসীর মামুনের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৮ এপ্রিল থেকে তিনি হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। শুরুতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মুনতাসীর মামুনই তাঁর দেখাশোনা করছিলেন।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে মুনতাসীর মামুন নিজেই তার নমুনা পরীক্ষা করান। তখন নেগেটিভ আসে। তারপরও তিনি আইসোলেশনে ছিলেন। গত শনিবার তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম আলো