দেশে গেল ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৮৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেল। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় আরো ৩০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ২১ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ের মধ্যে আরো ৮ জন আরো সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হওয়ার খবর পাওয়া গেলে।
সেব্রিনা ফ্লোরা বলেন, মোট আক্রান্তদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে পরীক্ষা নিচ্ছেন। বাকীরা হোম আইসোলেশনে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১১ জন আইসিইউতে রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
নতুন রোগীদের বয়সভিত্তিক বিশ্লেষণে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন শনাক্তদের বেশিরভাগই ২১-৩০ বছর বয়সসীমার। এ সীমায় রয়েছেন ২৭ ভাগ রোগী। এছাড়াও ৩১-৪০ বছর বয়সের রয়েছেন ২২ ভাগ রোগী, ৪১-৫০ বয়সসীমায় রয়েছেন ১৯ ভাগ। নতুন আক্রান্তদের ৬২ ভাগই পুরুষ বলেও উল্লেখ করেন তিনি।