আজ ঈদের দিন। কিন্তু ঈদ নেই সিয়ামের পরিবারে। সকাল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের ছোট শিশুটির মা অঝরে কাঁদছেন। বাড়ি নোয়াখালিতে। শিশুটির নাম সিয়াম। শিশুটির জন্য জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন। করোনা ও মৃত্যুভয় উপেক্ষা করে ঢাকাতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ২৫শে মে’ ২০২০ দুপুর ১.০৫ টার সময় এই শিশুকে B+ রক্তদান করলেন তরুণ রক্তযোদ্ধা খুলনা জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের আশীষ ঘরামী। আশীষ বর্তমানে ঢাকাতে একটি কোম্পানিতে চাকরি করেন। তরুণদের এই মানবতা বেঁচে থাকুক, তরুণরা জেগেছে। আশীষ দাকোপ ব্লাড ব্যাংকের একজন নিবেদিত সদস্য।
অশ্রুভারাক্রান্ত কন্ঠে শিশুটার মা দাকোপ ব্লাড ব্যাংকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানবিক ও মহৎ কাজের জন্য আশীষ ঘরামী ও পুরো টিমকে ধন্যবাদ জানান।
এই ঘটনা প্রমাণ করল দাকোপ ব্লাড ব্যাংকের সদস্যদের মানবিক অবদান শুধু দাকোপেই সীমাবদ্ধ নেই। এর সদস্য যে যেখানে আছেন সেখানেই মানবতার হাত বাড়িয়ে মুমূর্ষুদের পাশে দাঁড়াতে কুন্ঠিত হন না। এই করোনার ক্রান্তিকালে ঢাকার পরিবেশের বিপদের ভয়াবহতাকে উপেক্ষা করে আশীষ ঘরামীর এই মানবিক সহায়তা ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে সর্বমহলে।