সাতক্ষীরায় একদিনে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিকেলে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেন।
ডা. হুসাইন শাফায়াত জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তাকে জানানো হয়েছে, নমুনা পরীক্ষায় সাতক্ষীরার ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ২৩ জন দেবহাটা উপজেলার এবং একজন আশাশুনি উপজেলার বাসিন্দা।
দেবহাটার ২৩ জন ঢাকা থেকে যাওয়ার পর তাদের সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানোর পর কোয়ারেন্টিনের মেয়াদ ১৪ দিন শেষ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ রিপোর্ট পাওয়ার পর দেখা যায়, তারা সবাই করোনা আক্রান্ত।তারা পরিবারের কতজনকে সংক্রমিত করেছে, তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এখন তাদের খুঁজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার চেষ্টা করা হচ্ছে।
এ নিয়ে সাতক্ষীরা জেলায় মোট ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: আমাদের সময়