করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কবে নাগাদ এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে আজ ২৪ জুন ২০২০ (বুধবার) খুলনায় যাত্রা শুরু হলো সুন্দরবন অনলাইন স্কুলের। এর মধ্য দিয়ে এই অঞ্চলের লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্ট সকলের মনে নতুন আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ দুপুরে এই অনলাইন স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এই স্কুল বিশেষ ভূমিকা রাখবে। তিনি অনলাইন স্কুলটি পরিচালনার জন্য জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সরকারের এটুআইতে (এ্যাকসেস টু ইনফরমেশন) শিক্ষা নিয়ে কাজ করা ২৪ জন আম্বাসাডর (শিক্ষক) মিলে এই অনলাইন স্কুলটি চালু করেছেন। এখানে ৫ম শ্রেণি হতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি থেকে অনলাইনে পাঠদান অনুষ্ঠিত হবে। সরবরাহ করা হবে বিভিন্ন সাজেশন, পিডিএফ ফাইলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের আগে থেকেই রুটিন এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।
খুলনা জেলার সকল আম্বাসাডরসহ সকল দক্ষ, অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে এই অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আপাতত সপ্তাহে চারদিন এটি চালু থাকবে। ভবিষ্যতে এই সময়সীমা আরও বৃদ্ধি করা হবে। করোনাকাল শেষ হলেও এটি চালু থাকবে।
তেরখাদার ইকড়ি ক্যাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপিকা পাত্রের সঞ্চালনায় এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন এটুআই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, প্রভাষক আনিসুর রহমানসহ অ্যাম্বাসাডারগণ।
দাকোপের অ্যাম্বাসাডর শিক্ষক গৌতম কুমার সরদার (লাউডোব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়), তুহিন সরদার (ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়) এবং জাহিদুল ইসলাম (নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়) সুন্দরবন অনলাইন স্কুলের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন।
এ সময় আরও যুক্ত ছিলেন খুলনা জেলার অ্যাম্বাসাডর শিক্ষক জপেশ কান্তি রায়, সৌমিত্র বিশ্বাস, সমরেন্দ্রনাথ মন্ডল, গণেশ মন্ডল, মোঃ গুলজার হুসাইন, এস এম শারাফুল ইসলাম, জি এম ফারুকুল ইসলাম, হিল্লোল কুমার মল্লিক, নির্মল মৃধা, অভিজিৎ কুমার মন্ডল, মোছাঃ ফারজানা তাজ, দেবপ্রসাদ মন্ডল, মোঃ নজরুল ইসলাম, শেখ হামিদুজ্জামান হামিদ, বিদ্যুৎ ফৌজদার, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, জান্নাতুল ফেরদৌস, এস এম মনিরুল ইসলাম, মনবেন্দ্র সরদার ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ।