গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত লিটন দাসের স্ত্রী

বাসার রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) চা বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সিলিন্ডার সংযোগে ছিদ্র থেকে বিস্ফোরণের সৃষ্টি। এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখের সামনের অংশ বাঁচাতে গিয়ে হাতের কিছু অংশ পুড়ে যায়, অন্যদিকে চুলের বেশিরভাগ অংশেও আগুন লাগে। গতকাল (২৯ মার্চ) নিজের ফেসবুক পোস্টে ঘটনার উল্লেখ করেন সঞ্চিতা।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা লিখেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না। আর সেটা আমার পক্ষে ভালো ও সহজ হবে না। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই বিরক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আগুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সাবধান।’

আরও পড়ুন

হৃদরোগে প্রয়াত পেলের বন্ধু কিশোরগঞ্জের কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

দাকোপ প্রতিদিন

কন্যা ইরামের প্রথম ছবি পোস্ট করলেন সাকিব

দাকোপ প্রতিদিন

করোনা মোকাবিলায় বিশ্বকাপ জয়ের জার্সি দান ম্যারাদোনার

দাকোপ প্রতিদিন

নেইমারদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের

দাকোপ প্রতিদিন

ফাইনালে আর্জেন্টিনা

দাকোপ প্রতিদিন