সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের পিতার পরলোকগমন

খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত এমপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের পিতা সুশান্ত সরকার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) আনুমানিক ভোর পাঁচটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর খবর শোনার পর পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এতে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেশ কয়েকজন এমপিসহ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা জেলা যুবলীগ, খুলনা জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা কৃষক লীগ, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক সমিতিসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থা।

জানা গেছে, দাকোপ উপজেলার নিজ গ্রামে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে, গত বছর উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সুস্থ হওয়ার পর দেশে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ তিনজনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

না ফেরার দেশে অধ্যাপক মুহম্মদ কায়কোবাদ; মেসবাহ কামালের আবেগঘন স্টাটাস

দাকোপ প্রতিদিন

গত শতাব্দীর প্রথমার্ধে কেমন ছিল বাজুয়া স্কুলের লেখাপড়া : বৈদ্যনাথ গাইনের স্মৃতিকথা

দাকোপ প্রতিদিন

ইউনিয়নবাসীর চাহিদার ওপর ভিত্তি করেই উন্নয়ন করতে চান সুদেব কুমার রায়

দাকোপ প্রতিদিন

খুলনায় মাস্ক ছাড়া বের হলেই পড়তে হবে শাস্তির মুখে

দাকোপ প্রতিদিন

প্রস্তুত দাকোপের ১০৮টি সাইক্লোন সেল্টার, স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে নিতে ব্যাপক প্রচারণা

দাকোপ প্রতিদিন

বানীশান্তায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

বানিশান্তা যৌনপল্লীর শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে জেলা প্রশাসনের উদ্যোগ

দাকোপ প্রতিদিন

দাকোপে সমাজসেবক বিনয় কৃষ্ণ সরদারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন