ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে “সচেতন দাকোপবাসী”র প্রচার বিমুখ কয়েকজন তরুণ

করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-১৯ প্রতিরোধের সতর্কতা অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই মানুষদের সাহায্য করতে উদ্যোগ নিয়েছে “সচেতন দাকোপবাসী” নামের অনলাইন ভিত্তিক অস্থায়ী প্লাটফর্ম। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য যারা ঘরে অবস্থান করছেন এমন সুবিধাবঞ্চিত এবং করোনা পরিস্থিতির কারণে যারা সমস্যায় পড়েছেন তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে প্রচার বিমুখ কয়েকজন তরুণের এই প্লাটফর্ম।

“সচেতন দাকোপবাসী”র পক্ষ থেকে আজ (১১ এপ্রিল) সকাল থেকে বাজুয়া ও দাকোপের বেশ কয়েকটি দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যে সকল তরুণ এভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারা ইতোমধ্যেই সমাজের বিভিন্ন মহল থেকে প্রশংসিত হচ্ছেন।

প্রচার বিমুখ এই তরুণরা অনলাইনভিত্তিক অস্থায়ী প্লাটফর্ম ‘সচেতন দাকোপবাসী’ নামে ফেসবুক গ্রুপ খুলে, দেশ-বিদেশের বন্ধুদের সহায়তায় এবং নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত ২০০টি পরিবারকে সহায়তা সামগ্রী বিতরণ করেছেন দাকোপের বিভিন্ন ইউনিয়নে। ক্রমান্বয়ে তারা আরও অনেক পরিবারকে সহায়তা করার জন্য ফান্ড গঠনের চেষ্টা করে যাচ্ছেন।

এ ব্যাপারে গ্রুপটির ফোকাল পার্সন উজ্জ্বল বর্মণ জানান, “আমরা উদ্ভুত পরিস্থিতিতে আমাদের সকল বন্ধুদের নিয়ে বিশেষ করে অসীম ঘরামী, বিশ্বজিৎ চক্রবর্তী, শেক্সপিয়ার রায়, জয়ন্ত রায়, সোহাগ রায়, সমিত রায়সহ আরও বেশ কয়েকজন হৃদয়বান বন্ধুকে নিয়ে অসহায় মানু্ষকে সহায়তা করতে এই অস্থায়ী প্লাটফর্ম গঠন করেছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি মানুষকে সচেতন করতে ও সামান্য সহায়তা সামগ্রী পৌঁছে দিতে। এই কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় সামাজিক সংগঠন ‌‌”দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)”, “শিশুদের জন্য আমরা”, “দ্যা ভয়েস অব দাকোপ” এর স্থানীয় তরুণরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।”

এই উদ্যোগে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ০১৫৫৭৭৯১৮০১ এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

অনুকা রপ্তান :: দাকোপ প্রতিদিন

আরও পড়ুন

খুলনা শহরে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৩০

দাকোপ প্রতিদিন

সমীরন রায়ের কবিতায় সোনালি দিনের প্রতিশ্রুতি

দাকোপ প্রতিদিন

বিদ্যুতের আলোয় আলোকিত হলো লাউডোব-বানীশান্তার ১৩টি গ্রাম

দাকোপ প্রতিদিন

দিপায়ন দ্বীপের ছোট্ট কবিতায় মর্মস্পর্শী জীবনের গল্প

দাকোপ প্রতিদিন

দাকোপের সর্বস্তরের মানুষের ভরসার স্থল এখন দাকোপ ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধারা

দাকোপ প্রতিদিন

সাবহানাজ রশিদ দিয়া ফেসবুকে বাংলাদেশ বিষয়ক যে কাজগুলো করবেন

দাকোপ প্রতিদিন

চালনা পৌর এলাকায় কর্মবিরত দরিদ্র মানুষের মাঝে সাবেক মেয়র অচিন্ত্যকুমার মন্ডলের খাদ্য সামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

করোনায় আরো ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

দাকোপ প্রতিদিন

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

দাকোপ প্রতিদিন