চালনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সনত কুমার বিশ্বাস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়েছে। খুলনা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও চালনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু আগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আবুল খয়ের খান মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন সচিবালয়ের মৌখিক নির্দেশে মেয়র পদের ফল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সনত কুমার বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) অচিন্ত্য কুমার মণ্ডল ২ হাজার ৫১৫ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী সদ্য প্রয়াত মো. আবুল খয়ের খান ভোট পান ৬০৩টি। নির্বাচনে ভোটগ্রহণের একপর্যায়ে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। অন্য স্বতন্ত্র প্রার্থী গৌতম কুমার রায় নারকেলগাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৮টি।