ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৭ মে) সকালে শহরের কেভিট-১৯ হাসপাতালে অনুষ্ঠানের মাধ্যমে ৭ জনকে অবমুক্ত করা হয়। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, দুইজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।
তাদের হাতে করোনা মুক্ত করণের সার্টিফিকেট , ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, ঝিনাইদহ সদরে ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন চিকিৎসক, ১ জন নার্সসহ ৬জন, কোটচাদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে করোনা অবমুক্ত করা হয়। জেলায় এ পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্ত হয়।