দাকোপের কৃতি বিচারপতি শশাংঙ্ক শেখর করোনায় আক্রান্ত, বিভিন্ন মহলে সুস্থতা কামনা

দাকোপের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এই খবরে ইতোমধ্যে দাকোপের অনেকেই সামাজিক যোগােযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করেছেন।

জানা যায়, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার গত ৮ মে করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু, অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি সেই কনফারেন্সে যোগ দিতে পারেননি। এরপর গত ১১ মে তিনি করোনা টেস্ট করাতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে অবস্থার অবনতি হলে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ ভর্তি আছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ওই ১৮ বিচারপতির মধ্যে শশাঙ্ক শেখর সরকার একই বছরের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বাড়ি ও জন্মস্থান খুলনা জেলার দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়নের গড়খালি গ্রামে।

আরও পড়ুন

খুলনা আইটি/হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

দাকোপ প্রতিদিন

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ (এসএসসি ২০২০) – ছবি গ্যালারি – পর্ব ১২

দাকোপ প্রতিদিন

মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ (এসএসসি ২০২০) – ছবি গ্যালারি – পর্ব ৪

দাকোপ প্রতিদিন

না ফেরার দেশে সমাজসেবক শিবপদ পোদ্দার

দাকোপ প্রতিদিন

দাকোপে বাড়ির সবাইকে অজ্ঞান করে চুরি

দাকোপ প্রতিদিন

দাকোপে করোনা পরিস্থিতি মোকাবেলায় টাস্কফোর্স কমিটির বিশেষসভা

দাকোপ প্রতিদিন

করমজলে ৫২টি ডিম দিয়েছে জুলিয়েট

দাকোপ প্রতিদিন

করোনা ভাইরাস মোকাবেলায় বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়ের কার্যক্রম অব্যাহত

দাকোপ প্রতিদিন

খুলনা জেলার নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত

দাকোপ প্রতিদিন