দাকোপের সর্বস্তরের মানুষের ভরসার স্থল এখন দাকোপ ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধারা

সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন “দাকোপ ব্লাড ব্যাংক” এর নিবেদিতপ্রাণ রক্তযোদ্ধারা প্রতিনিয়ত রক্ত দান করে দাকোপের সর্বস্তরের মানুষের কাছে আশাভরসার স্থল হয়ে উঠেছেন।

তারই অংশ হিসাবে আজ দিনের সূচনা ভাগেই দ্বিতীয়বার রক্ত দান করেছেন দাকোপ ব্লাড ব্যাংকের সদস্য মোঃ সুজন হাওলাদার, পিতাঃ কালাম হাওলাদার, গ্রামঃ পশ্চিম বাজুয়া, ইউনিয়নঃ বাজুয়া, দাকোপ। পবিত্র মাহে রমজানের এ সময় রোজা থেকেই গ্রহীতা ক্রনিক অ্যানিমিয়া আক্রান্ত শিল্পী পোদ্দার, চালনা বাজার, দাকোপ, খুলনার B+ রক্ত চেয়ে গ্রুপে আবেদনের অল্প সময়ের মধ্যে উল্লিখিত রক্ত দান করেন তিনি।

প্রসূতি মা’দের পাশে দাঁড়িয়েছে “দাকোপ ব্লাড ব্যাংক’

এছাড়া আজ সকাল ৯.০০টা ঘটিকার সময় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাকোপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উৎপল সরদারের প্রসূতি স্ত্রী ভবানী সরদার কে B+ রক্ত দান করেন দাকোপ ব্লাড ব্যাংকের আরো একজন অনুজপ্রতিম সদস্য রিংকন গাইন। প্রসূতি মা ইতোমধ্যেই ফুটফুটে সুন্দর কন্যা সন্তান প্রসব করেছেন। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।

রক্তদাতা মোঃ সুজন হাওলাদার ও রিংকন গাইনকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর পাশাপাশি এই প্রক্রিয়ার সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখায় সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য বাজুয়া ইউনিয়নের রাজিব রায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

রক্তদান করলেন নারী রক্তযোদ্ধা আঁখি মনি

গতকাল একজন মুমূর্ষু রোগীকে রক্তদান করেছেন নারী রক্তযোদ্ধা আঁখি মনি। আঁখি মনি বিশিষ্ট সমাজ সেবক, আইলা সিডর বিধ্বস্ত নলিয়ান সুতারখালি অঞ্চলের কৃতি সন্তান, শামিনূর রহমানের স্ত্রী। এটা ছিল আঁখি মনির পঞ্চম বারের রক্ত দান। সকালে দাকোপ ব্লাড ব্যাংক এর ফেসবুক পোস্টের মাধ্যমে শামিনুর রহমান জানতে পারেন একজন মুমূর্ষ রোগীর জন্য ২ ব্যাগ 0+ রক্ত লাগবে। অন্যতম এই সদস্য সাথে সাথে তার সহধর্মিণীকে বিষয়টি জানান। পবিত্র রমজান মাস শত কষ্ট উপেক্ষা করে খুলনা থেকে চালনাস্থ দাকোপ উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স এসে সাহসী এই নারী রক্তযোদ্ধা রক্ত দান করেছেন।

এক প্রতিক্রিয়ায় আঁখি মনি বলেন,-“আমি সকল নারী সম্প্রদায়’কে রক্ত দানের আহ্বান জানাই। মানব জীবনে রক্ত দান তথা জীবন দানের চাইতে মহৎ কাজ আর কিছু হতেই পারেনা। রক্ত দান সম্পর্কে কথিত ভীতি ও ভ্রান্ত ধারণা থেকে দেশের মোট জনসংখ্যার অর্ধেক এই নারী সম্প্রদায়’কে বেরিয়ে আসতে হবে।”

একই সাথে বাজুয়া ইউনিয়নের রাজীব রায় ও মিঠুন গাইন আরো ২ ব্যাগ B+, O+ রক্ত সহায়তা দান করেছেন জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের।

আরও পড়ুন

খুলনা শহরে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৩০

দাকোপ প্রতিদিন

দাকোপে সমাজসেবক বিনয় কৃষ্ণ সরদারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

‘সচেতন দাকোপবাসী’র তরুণদের কার্যক্রম অব্যাহত, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ

দাকোপ প্রতিদিন

ছবি গ্যালারি – পর্ব ৩ : এসএসসি ২০২০-এ ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ

দাকোপ প্রতিদিন

দাকোপে হোম কোয়ারেন্টিনের নিয়ম না মানায় জরিমানা

দাকোপ প্রতিদিন

নবজাগ্রত যুব সংঘের সভাপতি প্রসেনজিত রায়কে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক প্রদান

দাকোপ প্রতিদিন

কবিতায় সমাজের বাস্তব চিত্র আঁকলো প্রীতম সরকার

দাকোপ প্রতিদিন

ঢাংমারী-ভোজনখালী সার্বজনীন হরিসভা মন্দির পরিদর্শন করলেন ট্রাস্টি শ্রী নান্টু রায়

দাকোপ প্রতিদিন

বাজুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা (ভিডিও)

দাকোপ প্রতিদিন