দাকোপ উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের সন্দেহভাজন ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত সব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা হাসপাতালে ১০ শষ্যাসহ পৃথক ৩টি ভবনে আরও ১০০ শষ্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
গত ৩ দিন আগে উপজেলার দাকোপ সাহেবের আবাদ গ্রামের একই পরিবারের স্বামী-স্ত্রী এবং তাদের শিশু পুত্রের নমুনা সংগ্রহের মাধ্যমে উপজেলায় করোনার নমুনা সংগ্রহ শুরু হয়। সোমবার সর্বশেষ চালনা পৌর সদর এলাকার ৪ জনসহ সর্বমোট ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
অপরদিকে করোনা মোকাবেলায় হাসপাতালে ৩টি হ্যান্ড ওয়াশ কর্ণার, সন্দেহভাজন রোগীর প্রাথমিক পরীক্ষা ও নমুনা সংগ্রহের জন্য আরটিআই কর্ণার স্থাপন এবং ১০ শষ্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ১০০ শষ্যার ৩টি প্রাতিষ্ঠানিক আইসোলেশন ভবন প্রস্তুত রাখা হয়েছে। এ দিকে সোমবার পর্যন্ত উপজেলায় বিদেশ ফেরত ১১৭ জন হোম কোয়ারেন্টিনের মধ্যে এখন আছেন ১৫ জন। অভ্যন্তরীন কোয়ারেন্টিনে আছেন ১৩২ জন। সব মিলিয়ে এখন উপজেলায় কোয়ারেন্টিনে আছেন ১৪৭ জন। এর মাঝে একটি মহল দাকোপে করোনা রোগী সনাক্ত হয়েছে মর্মে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। তবে উপজেলা প্রশাসন গুজবে কান না দিয়ে সকলকে সর্তকভাবে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।