দাকোপে চেয়ারম্যান প্রার্থী হলেন যারা

ডেস্ক রিপোর্ট : প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার উপকুলীয় উপজেলা দাকোপের ৯ ইউনিয়নের ৮১ ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলার ৯ ইউনিয়নে ৫২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১৭জন এবং সাধারণ সদস্য পদে ৩৭১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন এবং সাধারণ সদস্য পদে ৭জন নারী প্রার্থী পুরুষদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে যারা প্রার্থী হলেন:

১ নং পানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ এবং মোঃ জাহিদুল ইসলাম শেখ (ইশা)।

২ নং দাকোপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার রায় (স্বতন্ত্র), গৌতম সরকার (স্বতন্ত্র) ।

৩ নং লাউডোব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান সরোজিত রায় (স্বতন্ত্র), সবুজ সরকার (স্বতন্ত্র)।

৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিহির মন্ডল (আওয়ামী লীগ), দেবব্রত সরকার দেবু (স্বতন্ত্র), চয়ন রায় (স্বতন্ত্র), মন্টু লাল রায় (স্বতন্ত্র), গৌরাঙ্গ প্রসাদ রায় (ওয়ার্কাস পার্টি)।

৫ নং সুতারখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুম আলী ফকির (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান জি এম আশরাফ হোসেন (স্বতন্ত্র), শাহাবুদ্দিন গাজী (স্বতন্ত্র), অ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য (স্বতন্ত্র), লিয়াকত আলী সানা (স্বতন্ত্র), আব্দুল ওহাব গাজী (স্বতন্ত্র)।

৬ নং কামারখোলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পঞ্চানন মন্ডল (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান সমারেশ চন্দ্র রায় (স্বতন্ত্র), হাফেজ আব্দুল কাদের সানা (ইশা)।

৭ নং তিলডাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রণজিত কুমার মন্ডল (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান জালাল গাজী (স্বতন্ত্র), অরুণ প্রকৃতি রায় (স্বতন্ত্র), অরুণ মন্ডল (স্বতন্ত্র)।

৮ নং বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায় (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন (স্বতন্ত্র), রুপালী ইসলাম মীর্জা (স্বতন্ত্র)।

৯ নং বানীশান্তা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুদেব কুমার রায় (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান সুধাংশু কুমার বৈদ্য (স্বতন্ত্র), সত্যজিত গাইন (স্বতন্ত্র), জগদীশ মৃধা (স্বতন্ত্র), বিনয় কৃষ্ণ সরদার (স্বতন্ত্র), মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (ইশা)।

এবারের নির্বাচনে ৯টি ইউনিয়নে মোট ১ লাখ ১৭ হাজার ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৩১৯ জন এবং নারী ৫৮ হাজার ২৭২ জন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিরোধীদল বিহীন নির্বাচনে প্রতিটি ইউনিয়নে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছেন স্বতন্ত্র প্রার্থীরা। আগামী ১৯ মার্চ যাচাই বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার এবং ২৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন

এবার দাকোপে নারায়ণগঞ্জ ফেরত দুই গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত

দাকোপ প্রতিদিন

করমজলে ৫২টি ডিম দিয়েছে জুলিয়েট

দাকোপ প্রতিদিন

কবিতায় সমাজের বাস্তব চিত্র আঁকলো প্রীতম সরকার

দাকোপ প্রতিদিন

সাক্ষাৎকারে অসীম ঘরামী ও ঊজ্জ্বল বর্মণ : পর্যাপ্ত ফান্ডের অভাবে ‘আমরা দাকোপবাসী’র তরুণদের সেবাকার্যক্রম বন্ধের আশঙ্কা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

দাকোপ প্রতিদিন

দাকোপে হোম কোয়ারেন্টিনের নিয়ম না মানায় জরিমানা

দাকোপ প্রতিদিন

শিশু উৎসবের নিরবচ্ছিন্ন সহযোগিতায় দাকোপ ব্লাড ব্যাংক, আজ রক্ত দিলেন তন্ময় রায়

দাকোপ প্রতিদিন

তরুণদের এক অনুপ্রেরণার নাম ড. তুহিন রায়

দাকোপ প্রতিদিন

দাকোপ ও পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

দাকোপ প্রতিদিন

দাকোপে হোম কোয়ারেন্টিন বেড়ে ৬১, খুলনা জেলায় ১১০৭ জন

দাকোপ প্রতিদিন