দাকোপে বানিশান্তা ইউনিয়নে তরুণ সমাজসেবক বিনয় কৃষ্ণ সরদারের উদ্যোগে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদের পৃষ্টপোষকতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ৩৬১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৫ এপ্রিল বুধবার সকাল ১০ টার দিকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকারের উপস্থিতিতে আমতলা পুলিশ ফাড়ীর সামনে ও বানীশান্তা ব্রোথেলে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৯৭৫ কেজি চাউল, ৩২৫ কেজি আলু, ১৬৫ লিটার তেল, ১৮৫ কেজি ডাউল, ১৬৫ কেজি লবন, ৩২৫ পিস সাবান।
এসময় আরও উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সহসভাপতি ও এসডি টিভির সার্বিক পরিচালক স্বপন কুমার রায়, সাংবাদিক বিধান ঘোষ, দাকোপ রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, পংকোজ মন্ডল, ফিরোজ খা, সুনিত রায়, স্বপন মন্ডল, বিষ্ণু মন্ডল, মৃনাল মন্ডল, কার্ত্তিক মন্ডল, মলয় মন্ডল, জয়ন্ত গাইন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।