দাকোপ উপজেলায় সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। এই কার্যক্রমে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিনামূল্যে ঔষধ বিতরণ, ডায়বেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালিত হয়।
৮ দিনব্যাপী এই কার্যক্রম বটবুনিয়া কলেজিয়েট স্কুলে, লাউডোব গ্রামে খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের বাড়িতে, হীড বাংলাদেশ নলিয়ান শাখা অফিসে, বাজুয়া এসএন কলেজে, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, হীড বাংলাদেশ মোংলা শাখা অফিসে, হীড বাংলাদেশ কামারখোলা শাখা অফিসে এবং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
কার্যক্রমের শেষ দিনে ৫ জুন ক্যাম্প অনুষ্ঠিত হয় দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল। তিনি হীড বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেদিনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ মেম্বার গাজী মোঃ ফয়সাল আলম এবং তাপস কুমার মিস্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ-এর পক্ষে সংস্থার এডমিন ম্যানেজার আব্দুস সালাম, কো-অর্ডিনেটর অদ্বৈত বিশ্বাসসহ খুলনা এলাকা ব্যবস্থাপক বার্নাড রিপন বিশ্বাস।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার সর্বস্তরের মানুষ সেবা গ্রহণ করেন।
দাকোপ প্রতিদিন / অনুকা রপ্তান