শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত বরণ সাহা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এবার আমরা ভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করার উদ্যোগ নিয়েছি। বৈশ্বিক মহামারী করোনার কারণে এবছর জন্মাষ্টমী র্যালী ও ধর্মসভার আয়োজন না করে সীমিত পরিসরে মন্দিরের অভ্যন্তরে জন্মাষ্টমী উদযাপন করা হবে। এবারের প্রধান কর্মসূচির মধ্যে থাকবে দেশ জাতি ও বিশ্বমানবের কল্যাণ কামনায় প্রার্থনা, বিশেষত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে আশু মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা, গীতাপাঠ, ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও সমবেত প্রার্থনা। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে একমাত্র উপায় সচেতনতা। তাই করোনভাইরাসের এই দুর্যোগে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্য বিধি মেনেই কর্মসূচি পালন করতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অশান্ত পৃথিবীতে শান্তি আনতেই পরমশান্তির আধার শ্রীকৃষ্ণের আবির্ভাব। তার মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্গীতার বাণী দ্বাপর যুগেও যেমন বিশৃঙ্খল এবং অবক্ষয়িত মূল্যবোধের পৃথিবীতে মানবপ্রেমের অমিয় বার্তা প্রচার করেছিল তেমনি গীতার সেই আদর্শ ও মূল্যবোধ বর্তমান যুগেও সমানভাবে তাৎপর্য বহন করে চলেছে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই সেই বাণীর মূল বিষয়।
মানবপ্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল পৃথিবী থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ হানাহানি দুর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তিনি যেমন ছিলেন পরোপকারী, মানবপ্রেমিক তেমনি ছিলেন মহাপ্রাজ্ঞ রাজনীতিক। শ্রীকৃষ্ণ আজীবন অধর্মের বিনাশ, দুষ্টের দমন ও শিষ্টের লালন করেছেন।
তিনি বলেন, আমরা সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির আদর্শ লালন করি। এই শুভদিনে সেই মহান আদর্শই সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সবার অন্তরে মানবপ্রেম জাগ্রত হোক। অসাম্প্রদায়িক চেতনার, মানবিক জীবন গঠনের যে মহান বার্তা নিয়ে জন্মাষ্টমী আমাদের দ্বারে উপস্থিত হয়েছে, সার্বজনীনভাবে তাকে মননে, চিন্তায় ধারণ করে কর্মে প্রতিফলিত করতে পারার মধ্যেই রয়েছে এ দিনটি উদযাপনের সার্থকতা। তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।