সার্টিফিকেট : দিপায়ন দ্বীপ
আজ আমার সাতচল্লিশতম ইন্টারভিউ,
প্রাণপন সংগ্রাম করে চলেছি একটা চাকরি পোক্ত করবার আশায়।
কিন্তু কোথায় এসে যেন একটা গরমিল পাকিয়ে যায়,
সব সফলতাকে হার মানিয়ে দেয় ঘুষ নামের এক বিশ্রী শব্দ।
আমার সার্টিফিকেটগুলো নর্দমায় পড়ে থাকা
আবর্জনার বদনে লুটিয়ে আছে টেবিলের একটি কোনায়।
পরিশ্রম করে চলেছি দিবানিশি চাকরির লক্ষ্যে,
পায়ের জুতাটাও হয়তো ধিক্কার জানিয়ে বলছে,
আর কত জ্বালাবি আমাকে?
বাবার টাকা আছে বলে লাষ্ট বেঞ্চের ছেলেটা চাকরি করে আজ,
আমাকে দেখে ভেঁংচি কেটে বলে-
কিরে প্রথম সারির গাধা
সার্টিফিকেটগুলো আর কতদিন বগল চাপা দিয়ে রাখবি?
আধো অন্ধকারে পর্যন্ত ছুটে চলেছি চাকরি পিপাসায়
অবশেষে নিয়তির দ্বারে এসে
অসহায় হয়ে পড়তে হলো আমায়।
মনে হচ্ছে প্রজাপতির ডানায় ভর করে আসা
এক ঝাঁক কষ্ট আমাকে ঘিরে ধরেছে,
এক রাশ কালো মেঘের শান্ত আঁধারে
হারিয়ে যাচ্ছে আমাকে নিয়ে দেখা
বাবার স্বপ্ন গুলো।
সমাজের চোখে আজ আমি আহাম্মক নামে খ্যাতি অর্জন করেছি।
জানিনা এই খ্যাতি বিসর্জন দিতে পারব কিনা।
যেখানে চাকরির নামে অর্থের খেলা চলে,
সেখানে গরিবের সার্টিফিকেটগুলো টেবিল মুছবার কাজে লাগে।
তবুও বৃথা চেষ্টা করে চলেছি
সার্টিফিকেটগুলোকে প্রাণ দেওয়ার আশায়।
কবি এবং কবিতা সম্পর্কে:
সাধারণ মানুষ যেখানে তার দেখা শেষ করে একজন কবি সেখান থেকে তার দেখা শুরু করে।
দিপায়ন দ্বীপ তার “সার্টিফিকেট” কবিতায় ক্ষয়িষ্ণু সমাজের যে কদর্যতার চিত্র একেছে তা আমাদের কারো অজানা নয়। আমাদের চারপাশেই এর অহরহ উদাহরণ মিলবে। এই বিষয়গুলো দেখতে দেখতে আমাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে, বোধ বিবেক অন্ধ হয়েছে। কিন্তু আমাদের নৈমিত্তিক দেখার সাথে কবির দেখার একটু পার্থক্যতো থাকবেই। আমাদের নিত্যদিনের উপলব্ধির সাথে কবি দিপায়ন দ্বীপের উপলব্ধির বিস্তর পার্থক্য আমাদের চেতনার মর্মমূলে আঘাত করেছে সন্দেহ নেই।
নবীন এই কবি তার কবিতায় মর্মস্পর্শী উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের বোধ বিবেককে আরো একবার নাড়া দিয়ে গেল।
আমাদের প্রতিদিনের চিরচেনা বিষয়গুলো কবির কাছে ধরা দিক নতুন রূপে। সূচনা হোক নতুন সমাজের।
দিপায়ন দ্বীপ
বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজে অর্থনীতি বিষয়ে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত।
উল্লেখযোগ্য কবিতা : নীলাঞ্জনা, সার্টিফিকেট, ঘেন্না করি তোমাকে, হারানো সুর, রাস্তার ছেলে, কৃষকের কষ্ট, হ্যারিকেনের কান্না, অনলাইন ক্লাস, করোনা ভাইরাস, বুড়িমা, আম কুড়ানো, মায়াবতী, কালবৈশাখি, টাক, চাউল চোর, প্রিয়া, লেখক পরিবার, সৌম্য, টাকা, মিষ্টি মেয়ে, পশুর নদী।
ছোট গল্প : স্মরণীয় রাত, ক্ষুধা, পাঁচ টাকা, মধ্যবিত্তের প্রেম।