প্রতীকী ছবি

দুই শতকের দুই মহামারীকে পরাস্ত করলেন ইতালীয় শতবর্ষী

করোনায় সংক্রমিত হলেও তার সঙ্গে লড়াই করে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশো পেরনো ইতালির এক বৃদ্ধ। দুই মহামারীকে হারানোর এই ঘটনা যে করোনা-যুদ্ধে ইতালিকে নতুন করে প্রেরণা যোগাবে, তা মনে করছে স্থানীয় প্রশাসন।

উত্তর-পূর্ব ইতালির রিমিনি শহরের বাসিন্দা ১০১ বছরের ওই বৃদ্ধ নিজেকে ‘মিস্টার পি’ হিসাবে পরিচয় দেন। গত শতকে যখন স্প্যানিশ ফ্লু-এর মতো মহামারীর দাপটে ত্রস্ত ইতালি-সহ গোটা বিশ্ব, সেই সময়ে জন্মেছিলেন তিনি। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০-র ডিসেম্বর পর্যন্ত, বছর দুয়েকের সেই মহামারীর দাপটে সংক্রমিত হয়েছিলেন ইতালি-সহ বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৫ কোটি মানুষের। সেই মহামারীকে হারিয়েছিলেন ‘মিস্টার পি’। সপ্তাহ দুয়েক আগে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে’। এর পর সেখানেই ‘মিস্টার পি’-কে বাঁচানোর লড়াই শুরু করেন চিকিত্সকেরা। বেশ কিছু দিনের লড়াইয়ের পর করোনাকে পুরোপুরি পরাস্ত করেন ‘মিস্টার পি’। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এর পর তাঁর আত্মীয়-স্বজন তাঁকে বাড়িতে ফিরিয়ে এনেছেন। একে সামান্য ঘটনা হিসাবে দেখছে না রিমিনি শহরের প্রশাসন। শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া লিসি বলেছেন, ‘’মিস্টার পি জয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে গিয়েছেন। এই ঘটনা থেকেই শিক্ষা নেওয়া যায় যে, ১০১ বছর বয়স হলেও কারোর সম্পর্কে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না।’’


করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ঘটনা যে ইতালিকে নতুন করে উদ্বুদ্ধ করবে, তা মনে করছেন অনেকে। ইতিমধ্যেই সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৯৭ হাজার। পাশাপাশি মৃত্যু হয়েছে প্রায় ১১ হাজারের কাছাকাছি মানুষের। পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে ইতালি সরকার। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

এতক্ষণে- অরিন্দম কহিলা বিষাদে!

দাকোপ প্রতিদিন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

দাকোপ প্রতিদিন

জনপ্রিয় বাংলা টাইপ সফটওয়্যার ‘অভ্র’ আবিষ্কার করেও প্রচারের আড়ালে রয়ে গেলেন এই তরুণ ডাক্তার

দাকোপ প্রতিদিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ

দাকোপ প্রতিদিন

আম্পানে বুলবুলের তুলনায় তিনগুণ বেশি ক্ষয়ক্ষতি সুন্দরবনে

দাকোপ প্রতিদিন

ভারতের একমাত্র করোনা মুক্ত রাজ্য সিকিম, কীভাবে সম্ভব হলো!

দাকোপ প্রতিদিন

করোনাভাইরাস বাংলাদেশে এসে চরিত্র বদল করেছে?

দাকোপ প্রতিদিন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একদিনেই ১১৬৯

দাকোপ প্রতিদিন

করোনা ভাইরাসবিষয়ক এবং যেকোনো ধরনের স্বাস্থ্যসেবা পেতে যে নম্বরে যোগাযোগ করবেন

দাকোপ প্রতিদিন