দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত আরও ৩১২ জন, মৃত্যু ৭ জনের

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন। একদিনে নতুন করে আরও করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩১২ জন এবং করোনা ভাইরাসে মোট শনাক্ত হলেন ২৪৫৬ জন।

আজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন এবং মোট সুস্থ হলেন ৭৫ জন। এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৬৩৪ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।

করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষা সংখা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। তার মধ্যে দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। নতুন করে কয়েকটি সরকারি হাসপাতালকেও প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভাগী শহরে করোনার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, জেলা শহরগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।’

এই সময় বুলেটিনে যুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১২ জনের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। তাদের ভেতরে ঢাকার রয়েছে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ বাকি ২৫ শতাংশ সারাদেশের।

এদিকে বুলেটিনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের মধ্যে তিন জন ঢাকার এবং চার জন নারায়ণগঞ্জের।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, শনাক্ত আরো ১৫৩২

দাকোপ প্রতিদিন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদান হবে টেলিভিশনের মাধ্যমে

দাকোপ প্রতিদিন

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদের শুদ্ধাচার সম্মাননা অর্জন

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১,৬১৭ জন, মৃত্যু ১৬ জনের

দাকোপ প্রতিদিন

ইতিহাস গড়লেন শেখ হাসিনা, টানা চতুর্থবার আ. লীগের বিজয়

দাকোপ প্রতিদিন

আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন

দাকোপ প্রতিদিন

শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচেপড়া ভিড়

দাকোপ প্রতিদিন

দেশে নতুন ১৩৯ জনের করোনা শনাক্ত; আরো ৪ জনের প্রাণহানি

দাকোপ প্রতিদিন