শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক ও সম্মাননায় ভূষিত হলেন দাকোপ উপজেলাধীন নবজাগ্রত যুব সংঘের সভাপতি ও সিপিপি ইউনিট টিম লিডার প্রসেনজিত রায়। ১০ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহকামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ, বি, তাজুল ইসলাম এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য, সচিবগণ, বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।