বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ রোববার বিকেলে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
আইইডিসিআর পরিচালক জানান, ইতিমধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আর দুজন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০।
দেশে এখন মোট ৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান আইইডিসিআর পরিচালক।