বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মাতৃভাষা দিবস উপলক্ষে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় লাউডোব খুটাখালী বাজার মাঠে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সাগর চন্দ্র বাছাড় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত বরণ সাহা, আওয়ামী লীগ নেতা অ্যাড: জি এম কামরুজ্জামান, দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুধাংশু কুমার বৈদ্য, দাকোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, কামারখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমরেশ রায়, বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন।

লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহার মণ্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আধ্যাপক ধ্রুব শংকর রায়, দাকোপ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেব্রত সরকার, ইউপি সদস্য মলিনা যোয়াদ্দার, সিন্ধু রায়, আওয়ামী লীগ নেতা অমরেশ মৃধা, সমরেশ মণ্ডল, শিবেন্দ্র রায় প্রমুখ। সভায় ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার শান্তি এবং ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারণকারী নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

করোনা প্রতিরোধে লাউডোব ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে মাস্ক ও হাতধোয়ার সামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

করোনা ভাইরাস ॥ নতুন করে আজ ৩৫ জন শনাক্ত

দাকোপ প্রতিদিন

আজ টেলিভিশনের পর্দায় ‘হাসিনা: আ ডটার’স টেল’

দাকোপ প্রতিদিন

দাকোপ উপজেলায় ৭টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

দাকোপ প্রতিদিন

দাকোপে ২৮ জন হোম কোয়ারেন্টিনে, খুলনা বিভাগে ১৯৮

দাকোপ প্রতিদিন

বানিশান্তা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান সুদেব কুমার রায় (ভিডিও)

দাকোপ প্রতিদিন

দাকোপে কর্মহীন বনজীবীদের মাঝে প্রাধানমন্ত্রীর পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

সৌমেনের ঋণ শোধ করতে পারবো না, একটা টাকাও সে নিল না গাড়িভাড়ার

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০ জন

দাকোপ প্রতিদিন