অবশেষে গ্রেফতার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আবদুল মাজেদ। সোমবার রাত ৩টা ৪৫ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দিয়ে সন্দেহজনকভাবে রিকশায় করে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
এতদিন পলাতক ছিল সে। এর মধ্যে ২৩ বছর মাজেদ কলকাতায় লুকিয়ে ছিল বলে জানিয়েছে। আদালতে তোলা হলে বিচারক তাকে জেলের সাজা শুনিয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, “বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামী আবদুল মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।”
আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় মাজেদকে। জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর আনিসুর রহমান তার জেল হেফাজতের আবেদন করেন। কোনও উকিলই মাজেদের হয়ে সওয়াল করতে রাজি হননি। আদালতে দাঁড়িয়ে মাজেদ জানায়, সে প্রায় ২২ বছর কলকাতায় লুকিয়ে ছিল। সব শুনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত মাজেদকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার বিরুদ্ধে মামলা পুনরায় চালু হবে বলে জানা গিয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যা করার ৩৪ বছর পরে ২০০৯ সালের ১৯ নভেম্বর রায় ঘোষণা হয় এই মামলার। দীর্ঘ ১২ বছর ধরে মামলা চলার পর বঙ্গবন্ধুর পাঁচ হত্যাকারী সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসির সাজা শোনায় আদালত। ২০১০ সালের ২৮ জানুয়ারি ফাঁসি হয় তাদের। আরও ছয় হত্যাকারী পলাতক ছিল। তাদের মধ্যে ধরা পড়ল আবদুল মাজেদ।