দাকোপের বানীশান্তায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ ৩ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার বানীশান্তায় কর্মসংকটে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুনসুর আলী খান, সহকারী কমিশনার (ভূমি) মো: তারিফ-উল-হাসান, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী, বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুদেব কুমার রায়, আওয়ামী লীগ নেতা ও সাবেক লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সহসভাপতি ও এসডি টেলিভিশনের সার্বিক পরিচালক স্বপন কুমার রায়, বানীশান্তা ইউনিয়নের তরুণ সমাজসেবক দিপংকর বৈদ্য প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষভাবে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। তিনি প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান পানিতে হাতধোয়াসহ বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে জোর তাগিদ প্রদান করেন। এছাড়া তিনি কঠোরভাবে হোম কোয়ারেন্টিন মেনে চলাসহ সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
অনুকা রপ্তান :: দাকোপ প্রতিদিন