করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে কর্মহীন-ঘরবন্দি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সদস্যদের তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বানীশান্তা ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে সরকারি সহায়তার এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল ও ১ কেজি আলু।
এ প্রসঙ্গে বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ কারণে অসহায় হয়ে পড়েছেন অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তাদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সবার উচিত এই সময় সরকারের নির্দেশনা মেনে চলা। তাহলেই করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো।
অনুকা রপ্তান :: দাকোপ প্রতিদিন