বেওয়ারিশ লাশের বিশাল গণকবর নিউইয়র্কের উপকণ্ঠে, সেখানেই থরে থরে সমাহিত করোনা-কফিন! দেখুন ভিডিও

নিউইয়র্কে শহরের উপকণ্ঠে রয়েছে এক বিস্তৃত গণকবর। সেখানেই রোজ একসঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ড্রোন দিয়ে তোলা একটি ছবি এবং ভিডিওতে ধরা পড়েছে বিষয়টি। তার পরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পায় এই ঘটনা।

মাস খানেক সময় ধরে করোনা-মহামারী সবচেয়ে ভয়ানক রূপ নিয়েছে আমেরিকার এই শহরেই। প্রতিদিন মারা যাচ্ছেন প্রায় হাজার মানুষ। এত লাশ রাখার জায়গা হচ্ছে না মর্গগুলোয়। ভিড় উপচে পড়ছে কবরস্থানেও। এই অবস্থায় গণকবর ছাড়া অন্য উপায় নেই বলেই জানিয়েছে প্রশাসন।

ড্রোনের ছবিতে দেখা গেছে, মুখ থেকে শুরু করে পা পর্যন্ত ঢাকা ‌‘হ্যাজমাট’ স্যুট পরা কর্মীরা কাজ করছেন সেখানে। বিরাট এক গণকবরে তাঁরা মই দিয়ে নামছেন, একটার পর একটা কফিন সেখানে রাখছেন। নিউইয়র্ক শহরের উপকণ্ঠে হার্ট আইল্যান্ড এলাকায় এই কবরটিতে এতদিন তাঁদেরই জায়গা হত, যাঁদের মৃত্যুর পরে কোনও আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যেত না। অথবা যেসব মানুষের শেষকৃত্যের খরচ বহন করার সাধ্য নেই কারও, তাদেরই এখানে কবর দেওয়া হতো।

কিন্তু এখন করোনা-মৃত্যুর জেরে শহরে আর লাশ রাখার জায়গা নেই! সারা আমেরিকার এই একটি শহরেই আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা আমেরিকার অন্য যে কোন দেশের চেয়ে বেশি। ফলে করোনাভাইরাসের এই মহামারী শুরু হওয়ার পর থেকে এই জায়গায় কবর খোঁড়ার কাজও আরও বেড়ে গেছে। আগে যেখানে কবর খোঁড়া হতো সপ্তাহে একদিন, এখন সপ্তাহে সাত দিনই খনন কাজ চলছে।

নিউইয়র্কের স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশ, সাধারণত জেলবন্দিদের দিয়ে করানো হয় এই কবর খোঁড়ার কাজ। কিন্তু এখন যেহেতু অনেক বেশি কবর খুঁড়তে হচ্ছে, তাই এই কাজ দেওয়া হয়েছে ঠিকাদারদের। সংকট কেটে না যাওয়া পর্যন্ত হয়তো অনেককেই এই ‌অস্থায়ী কবরে‌ সমাহিত করতে হতে পারে।

গত বছরের ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের উহান শহরে নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। ক্রমে চিন থেকে তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য দেশগুলিতে। চিনে তিন হাজার মানুষ মারা যাওয়ার পরে মৃত্যুমিছিল থামলেও, খারাপ থেকে খারাপতর অবস্থা হয় বাকি সমস্ত দেশের।

দেখুন ভিডিও

সারা বিশ্বে সংকট তৈরি হলেও, অনেক দেরি করে সতর্ক হয় আমেরিকা। তারই ফল হিসেবে এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা ঘটেছে এই মহাদেশেই। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে পাঁচ লক্ষ, মৃত্যু পেরিয়েছে ২০ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে ২ হাজার ১০৮ জনের, যা আমেরিকায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। মারা গেছেন এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে একদিনে ২১০৮ জনের মৃত্যুর রেকর্ড

দাকোপ প্রতিদিন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একদিনেই ১১৬৯

দাকোপ প্রতিদিন

আইসিইউ-তে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দাকোপ প্রতিদিন

হাওয়ায় ভেসে বেড়ায় করোনাভাইরাস, হু-কে স্বাস্থ্যবিধি বদলের পরামর্শ বিজ্ঞানীদের

দাকোপ প্রতিদিন

ভারতের একমাত্র করোনা মুক্ত রাজ্য সিকিম, কীভাবে সম্ভব হলো!

দাকোপ প্রতিদিন

প্রতিষেধক ছাড়া করোনা প্রতিরোধ অসম্ভব– জাতিসঙ্ঘ

দাকোপ প্রতিদিন

ইতালির‌ হাসপাতালে কি-বোর্ডের উপরই ঢুলছেন ক্লান্ত নার্স

দাকোপ প্রতিদিন

চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৮৭ শতাংশই চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে

দাকোপ প্রতিদিন

করোনায় ‘কাইশ্যা’খ্যাত জাপানের অভিনেতা শিমুরার মৃত্যু

দাকোপ প্রতিদিন