ভারতের সিকিমই সেই রাজ্য যেখানে একটিও করোনা পজিটিভ নেই ৷ কিছু বিশেষ পন্থা অবলম্বন করে তারা এই করোনা যুদ্ধে জয়ী হয়েছে৷ ১৪ এপ্রিলের হিসেব অনুযায়ী সিকিমই ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও করোনা আক্রান্ত নেই ৷
ভারতের দ্বিতীয় ক্ষুদ্র রাজ্য হিসেবে পরিচিত সিকিম খুব তাড়াতাড়ি করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছিল৷ যেই সময় করোনা শুধুমাত্র বিদেশের খবর হিসেবে উঠে আসত বহু দেশবাসীর কাছে, সেই সময় থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিল সিকিম ৷
২৭শে জানুয়ারি থেকে একপ্রকার সীমান্ত সিল করে দেন সিকিম সরকার ৷ রাজ্যে ঢোকা ও বেরনোর ওপর শুরু হয় নিষেধাজ্ঞা৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিন ও নেপাল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ৷
এমনকি পর্যটকদেরও আর সেভাবে স্বাগত জানায়নি সিকিম ৷ অথচ দেশের এই ছোট্ট রাজ্যের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভরশীল ৷ গত বছরই সিকিমে ১ লক্ষের ওপর পর্যটক গিয়েছিলেন ৷
এরপর শুরু হয় রাজ্যে মানুষের ট্র্যাভেল হিস্ট্রির ওপর নজর ৷ এমন মানুষের হদিশ পেলেই তাকে সরকারি কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে রাখা হয়েছিল ৷
জানুয়ারি মাসের শেষের দিক থেকেই সোশ্যল ডিসটেন্সিং শুরু হয়ে যায় রাজ্যজুড়ে ৷ বিয়েবাড়ি, কোনও ধর্মীয় অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশে নির্দিষ্ট সংখ্যার বেশি ভিড়ের ওপর নিষেধাজ্ঞাও আনা হয় ৷
৫ মার্চ থেকে বিদেশীদের রাজ্যে ঢোকা নিষিদ্ধ করে দেয় সিকিম সরকার ৷ ফলে বন্ধ হয় পর্যটকের আনাগোনা ৷
১৭ মার্চ থেকে গোটা রাজ্যই প্রায় সেল্ফ কোয়ারেন্টাইন শুরু করে দেয় ৷ তারও বেশ কিছুদিন পরে দেশে লকডাউন শুরু হয়৷