শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম থাকলেও সময় যত পেরোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬। শনিবার রাত ১২টার পর নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। রবিবার ভারতে আরও ৮১ জন সংক্রমিত হয়েছেন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। রবিবারই মৃত্যু হয়েছে তিন জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। অন্যদিকে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। মোট সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে চিন। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইটালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ১৭১টি দেশে। সূত্র: আনন্দবাজার