ভ্যানে সন্তান প্রসব করা নারীর বাড়ি গেলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে হাসপাতালের বাইরেই ভ্যানের উপরেই গৃহবধুর সন্তান প্রসবের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সেই পরিবারের খোঁজ নিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মাছখোলার ঝুটিতলা এলাকায় বাবার বাড়িতে অবস্থানকারী গৃহবধু শিমুলি রাণী এবং তার পরিবারে সাথে দেখা করেন ও সদ্য ভুমিষ্ট শিশুর খোঁজ খবর নেন। এসময় খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আর্থিক সহয়তা ও প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন।

এর আগে চিকিৎসকের অভাবে হাসপাতালের বাইরেই ভ্যানের উপরেই গৃহবধুর সন্তান প্রসবের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সকলের নজরে আসে।

এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ভুক্তভোগী পরিবারের কাছ থেকে সেই দিনের বর্ণনা শুনে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অনাকাঙ্খিত ঘটনার জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন বলেন, আপনাদের পরিবারের কোন চিন্তা নেই। জেলা প্রশাসন আপনাদের পাশে আছেন। খুলনা বিভাগীয় কমিশনার স্যার আপনাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী দেওয়া হলো।

গত ১ মে সকালে সদর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে গেটে ভ্যানে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর সমালোচনার মুখে পড়ে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে, কেন ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়নি- তা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

সাতক্ষীরার সিভিল সার্জন সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক এহেছান আরা এ্যানীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭৩ জন শনাক্ত, ২২ জনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

দাকোপে কর্মহীন বনজীবীদের মাঝে প্রাধানমন্ত্রীর পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

পদ্মা সেতুর উদ্বোধন, সব থেকে বেশি লাভবান হবে মোংলা সমুদ্র বন্দর

দাকোপ প্রতিদিন

সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত সেই নারী

দাকোপ প্রতিদিন

দাকোপে বিদ্যুৎস্পৃষ্টে সুশান্ত মৃধার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দাকোপ প্রতিদিন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ৫৪৯ রোগী শনাক্ত, মৃত্যু বেড়ে ১৫৫

দাকোপ প্রতিদিন

দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত বরণ সাহার জন্মাষ্টমী শুভেচ্ছা বার্তা

দাকোপ প্রতিদিন

খুলনায় মাস্ক ছাড়া বের হলেই পড়তে হবে শাস্তির মুখে

দাকোপ প্রতিদিন

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আবারও খুলনা বিশ্ববিদ্যালয়, উদ্ভাবনীতে দেশসেরা

দাকোপ প্রতিদিন