মেনে নেওয়াই জীবন;
কষ্টিপাথরে মাথা ঠুকলে
কপাল ফেটে রক্ত বের হবে হোক,
কিন্তু কষ্টিপাথরের কিছুই হবে না।
মেনে নেওয়াই জীবন;
হৃদয় ভেঙে চৌচির হয় হোক,
তবু কাউকে কিছুই বলো না ।
একটা নির্ঘুম রাত কেটে যায় যাক;
পেঁচাদের চেঁচামেঁচি ডাকে কান ফাটে ফাটুক,
তবু কাউকে কিছুই বলো না ।
মেনে নেওয়াই জীবন;
প্রিয়তমা রাগ করে যতই শান্তি পাক,
তুমি এক বিন্দুও ভেঙে পড় না।
ভালোবাসার ভারসাম্য থাকে না থাক।
তুমি প্রিয়তমাকে ভালোবেসে যাও।
সে একদিন বুঝবে– যেদিন তুমি থাকবে না।
তোমার ভালোবাসা মহান হয়ে থাকবে
তোমার হৃদয়ে– সে কোনদিনও জানবে না।
মেনে নেওয়াই জীবন;
প্রেমিক হৃদয় কষ্টিপাথরের মধ্যেই তো
অমৃত খুঁজে বেড়ায়– পাক বা না পাক।
অতিথি হয়ে এসেছ, চলে যাবে।
তবে কষ্ট নিয়েই যাও ।
স্বর্গে তোমার জন্যে তো সুখ আছেই।
কেবা জানে! সব কল্পনা।
কল্পনা নিয়েই বাঁচো।
মেনে নেওয়াই জীবন;
পাথরের পাহাড়ে সবুজ গাছ দেখেছ?
তুমি কি দেখতে চাও?
তবে আমার সাথে এসো।
হিমালয়ের ভাঁজে ভাঁজে
সবুজ গাছে ফুল ফুটেছে।
এসো, এসো দেখবে।
এওকি সম্ভব!
হ্যাঁ এই পৃথিবীতে সবই সম্ভব।
মেনে নেওয়াই জীবন;
তুমি কি হৃদয়কে বরফ বানাতে চাও?
তবে এন্টার্টিকার বরফের চুড়ায় ওঠো।
শিশিরের কুয়াশায় হৃদয় ভিজিয়ে নাও।
তোমাকে কেউ ভালোবাসবে না।
কিন্তু তুমি ভালোবেসে যেও।
তোমাকে হৃদয়ের প্রেম
এই পৃথিবীকে জানিয়ে দাও।
তুমি সত্যিকারের প্রেমিক, তা বুঝুক।
তুমি কষ্টিপাথরের বুকে
সবুজ গাছেও ফুল ফোটাতে জানো
শুধু ভালোবাসা দিয়ে।
পৃথিবীকে হাতছানি দিয়ে বিদায় জানাও।
শুধু এটুকু বলে দাও-
আমি প্রেমিক।
তোমাকে অনেক ভালোবাসি বলেই তবে
অপেক্ষার নিঃশেষে প্রহর গুনতে থাকি ।
১৯ সেপ্টেম্বর ২০২০, খুটাখালী, দাকোপ, খুলনা।