করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা বন্দরে সরকার কর্তৃক নির্ধারিত সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোংলা বন্দরের জেটির প্রবেশমুখে বহনযোগ্য থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এছাড়া বন্দরে আসা বিদেশি জাহাজ, যেগুলো বহির্নোঙরে আছে, সেখানে গিয়ে বিদেশি নাবিকদেরও থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পোর্ট হেলথের একটি দল সার্বক্ষণিকভাবে এ বিষয়ে কাজ করছে।
মোংলা বন্দরের স্থানীয় শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বন্দরের জেটিতে একটি ডিজিটাল বিল বোর্ড স্থাপন করা হয়েছে। সেখানে নিয়মিতভাবেই করোনাভাইরাসের বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতন করার বিষয় দেখানো হচ্ছে। মোংলা ফেরিঘাটে শ্রমিকেরা বিদেশি জাহাজে পণ্য খালাস-বোঝাইকাজে যাওয়ার সময় তাঁদের মাস্ক ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হচ্ছে।