কৈলাশগঞ্জ গ্রামের ছেলে ত্রিদীপ বরকন্দাজ। পিতা পরিতোষ বরকন্দাজ, মাতা পূর্ণিমা বরকন্দাজ। রক্তের গ্রুপ O+। কিছু দিন আগেই যুক্ত হন দাকোপ ব্লাড ব্যাংকের সাথে। হঠাৎই জানতে পারেন একজন অসুস্থ ব্যক্তির জন্য জরুরি রক্তের প্রয়োজন। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, অপরদিকে দাদু অসুস্থ। কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই তিনি রক্তদানের মানবিক আহ্বানে সাড়া দিয়ে ছুটে গেলেন চালনায়। জীবনে প্রথম বারের মতো রক্তদানের মাধ্যমে শুরু হলো তার লাল ভালোবাসার পথচলা।
আজ ১৫ জুন ২০২০ কৈলাশগঞ্জ থেকে ছুটে গিয়ে দাকোপ ব্লাড ব্যাংকের হয়ে আলসার ও রক্তশুন্যতায় অসুস্থ বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামের নিখিল বৈদ্যকে (৫৫) রক্ত দান করেন ত্রিদীপ বরকন্দাজ।
জীবনে প্রথম বার রক্ত দানের অনুভূতি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রথম রক্ত দান এজন্য খুবই ভয় লাগছিলো, কিন্তু গত রাতে দাকোপ ব্লাড ব্যাংক থেকে আমার বন্ধু সোহাগ শিকদারের ফোন পাওয়ার পর থেকে অধীর আগ্রহে ছিলাম এই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য, এই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না।”
আসুস্থ ব্যক্তির এক স্বজনের সাথে কথা বললে তিনি জানান, “আজ পর্যন্ত দাকোপ ব্লাড ব্যাংক আমার রোগির জন্য ৫ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছে। তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা।”