শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্পান’, মোংলা বন্দরে ৪ নম্বর সংকেত

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পান ৷ এই ঝড়ের গতিবিধি জানার আগ্রহ প্রত্যেকের মধ্যেই এখন তুমুল ৷ কারণ করোনা আতঙ্কের মধ্যে এখন রয়েছে ঘূর্ণিঝড় আতঙ্কও ৷ কয়েকদিন ধরে এই ঝড় অত্যন্ত ধীর গতিতে এগোলেও আম্পান বর্তমানে আরও শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের পথে এসে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

সামান্য এগোলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আজ রোববার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আমফান’ সামান্য উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত

দাকোপ প্রতিদিন

একদিনে ৩৪১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১০ জনের

দাকোপ প্রতিদিন

পদ্মা সেতুর উদ্বোধন, সব থেকে বেশি লাভবান হবে মোংলা সমুদ্র বন্দর

দাকোপ প্রতিদিন

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ৭ জনের

দাকোপ প্রতিদিন

আজ টেলিভিশনের পর্দায় ‘হাসিনা: আ ডটার’স টেল’

দাকোপ প্রতিদিন

করোনা সন্দেহে এক নারীকে জঙ্গলে ফেলে গেল স্বামী-সন্তান

দাকোপ প্রতিদিন

দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড ৭৮৬

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০ জন

দাকোপ প্রতিদিন

২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৮৮৭ জন, ১৪ জনের মৃত্যু

দাকোপ প্রতিদিন