শিশু উৎসবের নিরবচ্ছিন্ন সহযোগিতায় দাকোপ ব্লাড ব্যাংক, আজ রক্ত দিলেন তন্ময় রায়

থ্যালাসেমিয়া আক্রান্ত ৫ বছরের শিশু উৎসবকে রক্তদিয়ে পাশে দাঁড়ালেন দাকোপ ব্লাড ব্যাংকের সদস্য তন্ময় রায়।

শিশুটির বাবা নিখিল বিশ্বাস ভরসা রেখেছিলেন দাকোপ ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধাদের উপর। তারপরও অসুস্থ শিশুর পিতা হিসেবে উদ্বেগ আর উৎকন্ঠা তার পিছু ছাড়েনি। ঘুমাতে পারেন নি সারারাত। চিন্তা ছিল তার ছেলের জন্য এক ব্যাগ o+ রক্ত পাওয়া যাবে কিনা, সবকিছু ঠিকভাবে যথাসময়ে সম্পন্ন করা যাবে কিনা। শেষ পর্যন্ত তাকে শঙ্কা মুক্ত করে দাকোপ ব্লাড ব্যাংক যথাসময়েই রক্তের ব্যবস্থা করল।

কথা হয় শিশু উৎসবের বাবা নিখিল বিশ্বাসের সাথে। দাকোপ ব্লাড ব্যাংক যেভাবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে তার জন্য এই সংগঠনের সদস্যদের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। এত সহজে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন তা ছিল তার কল্পনারও বাইরে। দাকোপ ব্লাড ব্যাংকের পাশাপাশি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তন্ময় রায়কে যিনি আজ (১২ জুন) তার ছেলেকে এক ব্যাগ o+ রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আরও কৃতজ্ঞতা জানিয়েছে সোহাগ শিকদারকে যিনি বিষয়টি সমন্বয়ে বিশেষ ভূমিকা রেখেছেন। নিখিল বিশ্বাসের বাড়ি দাকোপের প্রত্যন্ত অঞ্চল খেজুরিয়া গ্রামে। তার ৫ বছরের ছেলে উৎসব থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

দাকোপের সাহেবেরআবাদ গ্রামের ছেলে তন্ময় রায়ের এটা দ্বিতীয় রক্তদান। তন্ময় রায় পড়াশুনা করছেন খুলনার রূপসা কলেজে।

উল্লেখ্য গতকালও (১১ জুন) শিশু উৎসবের জন্য এক ব্যাগ o+ রক্তের ব্যবস্থা করেছিল দাকোপ ব্লাড ব্যাংক।

দাকোপ প্রতিদিন / অনুকা রপ্তান

আরও পড়ুন

চালনা পৌরসভার মেয়র পদে সনত কুমার বিশ্বাসকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা

দাকোপ প্রতিদিন

ছবি গ্যালারি – পর্ব ১ : এসএসসি ২০২০-এ বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ

দাকোপ প্রতিদিন

বিদ্যুতের আলোয় আলোকিত হলো লাউডোব-বানীশান্তার ১৩টি গ্রাম

দাকোপ প্রতিদিন

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ তিনজনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

কৈলাশগঞ্জের আশীষ রক্তের বাঁধনে বাঁধলেন নোয়াখালীর শিশু সিয়ামকে

দাকোপ প্রতিদিন

মোজাম নগর মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ (এসএসসি ২০২০) – ছবি গ্যালারি – পর্ব ৫

দাকোপ প্রতিদিন

খুলনা অঞ্চলের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সুন্দরবন অনলাইন স্কুলের যাত্রা শুরু

দাকোপ প্রতিদিন

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দাকোপ প্রতিদিন

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদের শুদ্ধাচার সম্মাননা অর্জন

দাকোপ প্রতিদিন