শুধু মাস্ক পরে এই বিপর্যয় থামানো যাবে না- হু

শুধুমাত্র মাস্ক ব্যবহার করে করোনা ভাইরাসের এই বিশ্বব্যাপী বিপর্যয় থামানো যাবে না। হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখাও প্রয়োজন। সতর্ক করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষামূলক প্রয়োগ আফ্রিকায় করার পরামর্শ দিয়েছিলেন কিছু বিজ্ঞানী। এধরনের মন্তব্য বর্ণবিদ্বেষী বলে তীব্র সমালোচনা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম বলেন, বহু এলাকায় জলের অভাব রয়েছে। বহু এলাকা ঘিঞ্জি। এইসব জায়গায় হাত ধোয়া বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো শর্তগুলি পালন করা কঠিন। ফলে এই সমস্ত জায়গায় মাস্ক ব্যবহারের বিষয়টি যুক্তিসঙ্গত। তাই কিছু দেশ কেন সাধারণ মানুষকেও মেডিক্যাল ও সাধারণ মাস্ক ব্যবহার করতে বলছে, তা আমি বুঝি। তবে গণহারে মেডিক্যাল মাস্কের ব্যবহার স্বাস্থ্যকর্মীদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাস্ক পৌঁছে দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেটা সত্যিই বিপদের। মেডিক্যাল মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী, আক্রান্ত ও তাঁদের সংস্পর্শে আসা মানুষকে।
করোনা ভাইরাসের টিকা আসতে এখনও ১২ থেকে ১৮ মাস লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ফ্রান্সের দুই বিজ্ঞানী বলেন, মানব শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা উচিত আফ্রিকায়। এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। টেডরস আরও বলেন, একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীদের মুখ থেকে এধরনের কথা শোনা অসম্মানের। এধরনের মন্তব্য বর্ণবিদ্বেষী। সূত্র ; বর্তমান

আরও পড়ুন

ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনামুক্ত স্লোভেনিয়া

দাকোপ প্রতিদিন

শতাব্দীর পর শতাব্দী মহামারী ফিরে ফিরে এসেছে একশো বছরের ব্যবধানে

দাকোপ প্রতিদিন

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আবারও খুলনা বিশ্ববিদ্যালয়, উদ্ভাবনীতে দেশসেরা

দাকোপ প্রতিদিন

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৬৪৯০, মৃত্যু ২৮১৭

দাকোপ প্রতিদিন

হাওয়ায় ভেসে বেড়ায় করোনাভাইরাস, হু-কে স্বাস্থ্যবিধি বদলের পরামর্শ বিজ্ঞানীদের

দাকোপ প্রতিদিন

ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, বিশ্বে মৃত্যু ১৩ হাজার ছাড়াল

দাকোপ প্রতিদিন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একদিনেই ১১৬৯

দাকোপ প্রতিদিন

তথ্য গোপন করায় করোনা আক্রান্ত গায়িকার বিরুদ্ধে মামলা

দাকোপ প্রতিদিন

আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

দাকোপ প্রতিদিন