শুধু লকডাউন করে করোনা থেকে বাঁচা যাবেনা- হুঁশিয়ারি WHO শীর্ষনির্বাহীর

নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে দেশে দেশে লকডাউন চলছে। বাংলাদেশও এই পথে এগোচ্ছে। কিন্তু এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে শুধুমাত্র সমাজকে লকডাউন করা যথেষ্ট নয় বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) কার্যনির্বাহী ডিরেক্টর মাইক রিয়ান। তাঁর হুঁশিয়ারি, লকডাউনের মাধ্যমে ভাইরাস সংক্রমণের উপরে আপাতত রাশ টানা সম্ভব হলেও ভবিষ্যতে তা ফের ফিরে আসতে পারে। যে কারণে এই মারণ ভাইরাসকে চিরতরে নির্মূল করতে জনস্বাস্থ্য সুরক্ষিত করার পদক্ষেপের উপরে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক রিয়ান বলেছেন, ‘শারীরিকভাবে দুর্বল এবং করোনাবাইরাসে আক্রান্তদের চিহ্নিত করে তাঁদের আইসোলেশনের ব্যবস্থা করার উপরে এই মুহূর্তে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেইসঙ্গে ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও আইসোলেট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য বিষয়ে কোনও পদক্ষেপ না করে শুধুমাত্র সমস্ত কিছু লকডাউন করে দেওয়ার এই ভাবনার মধ্যেই বিপদ সবথেকে বেশি। কারণ যখন এই ধরনের বিধিনিষেধ উঠে যাবে এবং লোকজনের অবাধ চলাচল শুরু হবে তখন ফের এই রোগ ফিরে আসার ঝুঁকি প্রবল।’

করোনাকে পরাস্ত করতে চিন, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মডেল মেনে চলার জন্য অন্য দেশগুলিকে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী ডিরেক্টর। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে এই সমস্ত দেশে লকডাউনের পাশাপাশি প্রত্যেক সম্ভাব্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একমাত্র এই মডেল মেনে চললে স্থায়ীভাবে করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া এশিয়ার পরিবর্তে ইউরোপ এখন করোনা মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন এই WHO কর্তা। সূত্র: এইসময়

আরও পড়ুন

কিছুক্ষণ বাদেই দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’, ঘটতে যাচ্ছে বিরল এক মহাজাগতিক দৃশ্য

দাকোপ প্রতিদিন

শুধু মাস্ক পরে এই বিপর্যয় থামানো যাবে না- হু

দাকোপ প্রতিদিন

গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি পেলে কমবে করোনার প্রকোপ এমন ধারণার কোনো ভিত্তি নেই

দাকোপ প্রতিদিন

মানব শরীরে কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে

দাকোপ প্রতিদিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ

দাকোপ প্রতিদিন

করমজলে ৪৪টি ডিম পেড়েছে কুমির পিলপিল

দাকোপ প্রতিদিন

আজ শুভ জন্মাষ্টমী : মন্দিরেই সীমাবদ্ধ থাকবে উদযাপন

দাকোপ প্রতিদিন

ইতালির‌ হাসপাতালে কি-বোর্ডের উপরই ঢুলছেন ক্লান্ত নার্স

দাকোপ প্রতিদিন

আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী

দাকোপ প্রতিদিন