করোনা মোকাবেলায় খেটে খাওয়া কর্মহীন ও অসহায় দুস্থ পরিবারের সহায়তায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে খুলনার দাকোপের কয়েকজন তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে “আমরা সচেতন দাকোপবাসী” নামে একটি ফেসবুক গ্রুপ খুলে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
এ তরুণরা মানবতার তাগিদে নিজেদের অর্থে শুরু করে খাদ্য সহায়তা কার্যক্রম। কোন সুপারিশ নয়, নিজেরাই পাড়া মহল্লা ঘুরে ঘুরে প্রকৃত অসহায় অভুক্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিতে তালিকা প্রণয়নের কাজটিও তারা নিজেরাই করছে। দেশ বিদেশের বন্ধুদের সহায়তায় গঠিত তহবিল থেকে তারা এ পর্যন্ত দাকোপের বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩০০ টি পরিবারকে সহায়তা দিয়েছেন। ক্রমান্বয়ে তারা অধিক সংখ্যক পরিবারকে সহায়তার আওতায় আনতে তহবিল গঠনের চেষ্টা অব্যহত রেখেছেন।
এ ব্যাপারে তরুণদের গ্রুপটির ফোকাল পার্সন উজ্জ্বল বর্মন জানান, করোনা ভাইরাসের প্রতিরোধ কাযর্ক্রমের কারণে এলাকার মানুষ সীমাহীন সংকটময় পরিস্থিতিতে পড়েছে। সেই উপলদ্ধি থেকে অসীম ঘরামী, উজ্জ্বল বর্মন ও বিশ্বজিৎ চক্রবর্তী একমত হয়ে এমন প্লান করি কিছু একটা করতে হবে। তারপর তিনজন মিলে গত ২৮ শে মার্চ ২০২০ ৩০ প্যাকেট খাবার দিয়ে শুরু করি। এ সময় সকল বন্ধুদের নিয়ে বিশেষ করে শেক্সপিয়ার রায়, জয়ন্ত রায়, দীপংকর রায়, সমিত রায়সহ অন্য বন্ধুবান্ধবদের নিয়ে অসহায় মানুষকে সহায়তা করতে এই অস্থায়ী প্লাটফর্ম গঠন করা হয়েছে। আমরা করোনা মোকাবেলায় আমাদের সর্বাত্নক চেষ্টা করছি মানুষকে সচেতন ও সামান্য সহায়তা সামগ্রী পৌঁছে দিতে। আমি চিরকৃতজ্ঞ যে, খাদ্য সহায়তা বিতরণে এলাকার বহু তরুণ যুবক বিনা পারিশ্রমিকে আমাদের এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন।
এ বিষয়ে আরেক উদ্যোক্তা শেক্সপিয়ার রায় জানান, আমরা করোনা সংকটে যতদুর সম্ভব মানুষের জন্য কাজ করছি। আমাদের এই মানবিক কাজে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসার অনুরোধ করছি। আমাদের এই মানবিক কাজে অনেকেই সহযোগিতা করছেন। এই কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় সামাজিক সংগঠন দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি), শিশুদের জন্য আমরা, দ্যা ভয়েস অব দাকোপ সংগঠনের স্থানীয় তরুণরা সর্বাত্মক সহযোগিতা করছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
তাদের এ কাজ অব্যাহত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবে বলে জানান।