সমীরন রায়ের কবিতায় সোনালি দিনের প্রতিশ্রুতি

সমীরন রায়। দাকোপের সম্ভাবনাময় লেখক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার স্বাচ্ছন্দ্য পদচারণা থাকলেও ইদানীং তিনি কবিতা লিখছেন। তার লেখায় সুক্ষ্মাতিসুক্ষ্ম জীবনবোধের স্পষ্ট প্রতিফলন রয়েছে। কখনও রোমান্টিক, কখনও নস্টালজিক, আবার কখনও প্রগতিবাদের পাশাপাশি চলমান জীবনের অস্থিরতা তার লেখায় প্রকাশ হয়ে পড়ে প্রবলভাবে। ইতোমধ্যেই প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে সাহিত্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

নতুন‌ একটা দিন : ‌ সমীরন রায়

নতুন একটা দিন সত্যি আসবে
পুব আকাশে উঠবে সোনালি সূর্য
পাখিরা গাইবে গান, ফুলে ভরবে বাগান
সকালে সবুজ ঘাসে থাকবে স্নিগ্ধ শিশির
বৃষ্টি এসে ধুয়ে মুছে নিয়ে যাবে সকল জীবাণু
যারা রয়েছে করাল গ্রাসে প্রতিটি পদচিহ্নে।

সত্যি একটা নতুন দিন আসবে।

আকাশে উড়বে বিমান, রেল ছুটবে দুর দুরান্তে
নৌপথে চলবে জাহাজ, সড়ক পথে চলবে পরিবহন
তোমার আমার দেখা হবে কোনো মেঠো পথে
যে পথ হবে জীবাণু মুক্ত- উন্মুক্ত পরিবেশে।

সত্যি এমন একটা দিন আসবে।

অপলকে আমি চেয়ে বিশ্বের মানচিত্রে
যেখানে মহামারী হামাগুড়িতে আঘাত হেনেছে মানুষের বুকে
অব্যক্ত ভাষায় ফাটছে অন্তর, বেদনা ছোটে করুণ চিৎকারে
লক্ষ লক্ষ মানুষ আজ মৃত্যুর দীর্ঘ মিছিলে।

সত্যি নতুন একটি দিন আসবে।

যেদিন থাকবে না জীবাণু, ঘুমাবে চিরতরে
প্রখর রৌদ্র পুড়বে জীবাণুর উন্মুক্ত শরীর
ঝড়ে উড়বে তাদের খণ্ড বিখণ্ড দেহ
বৃষ্টির জলে ধুয়ে নিস্ক্রিয় হবে কোষ
জলপ্লাবনে ভেসে যাবে তাদের নির্মমতা।

সেদিন তোমার আমার দেখা হবে সত্যি
নতুন একটা দিনে।

দেখো, নতুন একটা দিন আসবেই আসবে।

লেখক পরিচিতি

সমীরন রায়ের জন্ম ১৮ ডিসেম্বর ১৯৮৩ খ্রি., খুলনা জেলার দাকোপ থানার কৈলাশগঞ্জ গ্রামে। শৈশব কেটেছে সুন্দরবন সংলগ্ন ঢাংমারী নামক গ্রামে। স্কুল জীবন শুরু সরকারি বিশ্বনাথ প্রাথমিক বিদ্যালয়ে। তারপর মাধ্যমিক স্কুলের লেখাপড়া শুরু হয় কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে, এসএসসি পরীক্ষায় পাশ করার পর এইচএসসি দাকোপ থানার স্বনামধন্য বিদ্যাপীঠ বাজুয়া এস এন মহাবিদ্যালয়ে এবং পরবর্তীতে সরকারি বি এল কলেজ, খুলনা থেকে বিএ অনার্স এবং এমএ ইংরেজি সাহিত্যে। বিএড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডে তার প্রবল আগ্রহ। নাটক, যাত্রাপালা লেখাসহ অসংখ্য বার অভিনয়ের মঞ্চে অভিনয় করেছেন। বর্তমানে বাণিশান্তা পিনাকপাণি মাধ্যমিক বিদ্যালয়, দাকোপ, খুলনাতে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতে করতে কবিতার জগতে আত্মপ্রকাশ।

আরও পড়ুন

দাকোপে হোম কোয়ারেন্টিন বেড়ে ৬১, খুলনা জেলায় ১১০৭ জন

দাকোপ প্রতিদিন

১ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা (তালিকাসহ)

দাকোপ প্রতিদিন

ডিকেএসপির কুইজ প্রতিযোগিতা : শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ

দাকোপ প্রতিদিন

ছবি গ্যালারি – পর্ব ২ : এসএসসি ২০২০-এ বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ

দাকোপ প্রতিদিন

‘ধর্ম চর্চার ক্ষেত্রে আমাদের উপলক্ষ লক্ষ্যকে ছাড়িয়ে যাচ্ছে’— শ্রী নান্টু রায়

দাকোপ প্রতিদিন

বানীশান্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ

দাকোপ প্রতিদিন

সমীরন রায় এর দুটি কবিতা

দাকোপ প্রতিদিন

না ফেরার দেশে সমাজসেবক শিবপদ পোদ্দার

দাকোপ প্রতিদিন

পিনাক কে নিয়ে গর্ব করতেই পারে খেজুুরিয়াবাসী

দাকোপ প্রতিদিন