সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ সাহারা খাতুনকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেয়া হয়।

সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ বর্তমান সংসদেরও একজন সদস্য। ঢাকা-১৮ হতে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়।

১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।

তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

সাহারা খাতুন ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, নতুন আক্রান্ত ৯৩০

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১,৬১৭ জন, মৃত্যু ১৬ জনের

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১১২

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০ জন

দাকোপ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

দাকোপ প্রতিদিন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দাকোপ প্রতিদিন

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ইতিহাসবিদ মুনতাসীর মামুন

দাকোপ প্রতিদিন

চালনা পৌরসভার মেয়র পদে সনত কুমার বিশ্বাসকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা

দাকোপ প্রতিদিন

প্রস্তুত ফাঁসির মঞ্চ, ২-১ দিনের মধ্যেই খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর

দাকোপ প্রতিদিন