সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দাকোপ প্রতিদিন ডেস্ক::
সিলেটসহ সারা দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ (১৭ জুন, শুক্রবার) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১ লাখ ১৬ হাজার ৪৭৩ এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। বন্যাকবলিত জেলা সিলেটে রয়েছেন ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে রয়েছেন ২৩ হাজার ৭৫২ জন। ৪ জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৪৯টি। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৯২টি। সিলেট ও সুনামগঞ্জের পথঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে থইথই করছে। এই দুই জেলার ৯টি উপজেলার পানিতে তলিয়ে গেছে ২৩টি পরীক্ষা কেন্দ্র। পানির নিচে দুই জেলার সাড়ে চারশরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান।

এমতাবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনাও করতে পারছেন না। অনেক শিক্ষার্থী ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাদের দাবি ছিল পরীক্ষা পেছানোর। অন্যদিকে দুর্গত এলাকায় যেসব বহুতল স্কুল ভবন আছে সেগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বানানোর দাবি ওঠে।

আরও পড়ুন

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

দাকোপ প্রতিদিন

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাকোপ প্রতিদিন

চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীদের মনোবল না হারানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দাকোপ প্রতিদিন

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদের শুদ্ধাচার সম্মাননা অর্জন

দাকোপ প্রতিদিন

করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩০৯, ৯ জনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

তরুণদের এক অনুপ্রেরণার নাম ড. তুহিন রায়

দাকোপ প্রতিদিন

শিশু উৎসবের নিরবচ্ছিন্ন সহযোগিতায় দাকোপ ব্লাড ব্যাংক, আজ রক্ত দিলেন তন্ময় রায়

দাকোপ প্রতিদিন

মানবতার সেবায় দাকোপ ব্লাড-ব্যাংকের যাত্রা শুরু

দাকোপ প্রতিদিন

দেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

দাকোপ প্রতিদিন