মায়ের মততা তো এমনই হয়। সন্তানের জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করোনা আক্রান্ত মা । ২৮ বছরের মেরি আগয়াপং পেশায় ছিলেন নার্স । সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসা করতে করতে তিনিও কোভিড ১৯-এ আক্রান্ত হন। গত সপ্তাহের মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন তিনি । সে সময়ই সিজারিয়ান পদ্ধতিতে সন্তানের জন্ম দেন তিনি । তারপর তাঁর সমস্ত টেস্টের রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজেটিভ ।
কিছুদিনের মধ্যেই মেরির অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে । অবশেষে গত রবিবার ইংল্যান্ডের বেডফর্ডশয়্যারের লিউটন অ্যান্ড ডানস্টেবল হাসপাতালে মৃত্যু হয় মেরির ।
তাঁর সদ্যোজাত কন্যাসন্তানের নামও রাখা হয়েছে মেরি । তবে নবজাতক করোনা পজেটিভ কিনা তা এখনও জানা যায়নি । তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে ।