হৃদরোগে প্রয়াত পেলের বন্ধু কিশোরগঞ্জের কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের অধিবাসী ‘ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদ’, চুনি গোস্বামী আর নেই।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের অধিবাসী ছিলেন।

ভারত জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক চুনি গোস্বামীর সঙ্গে ফুটবলের রাজা পেলের বেশ বন্ধুত্ব ছিল। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলের ফুটবলারদের দারুণ সখ্যতা ছিল তার।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে সুগার, প্রসট্রেট ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া ক্রীড়া জগৎসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মধ্যে।

প্রসঙ্গত, ১৯৫৭ সালে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার পা রেখেছিলেন তিনি । ১৯৬৪ সালে মাত্র ২৭ বছর বয়সে তাঁকে শেষবার দেখা গিয়েছিল জাতীয় দলের হয়ে। এই সময়ের মধ্যে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও চুনী গোস্বামীর নেতৃত্বে ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার-আপ হয়েছিল ভারত। ছয় মাস পরে মারডেকা ফুটবলের ফাইনালেও উঠেছিল দল। কিন্তু, ফাইনালে জয় আসেনি। ক্লাব ফুটবলে তিনি শুধু মোহনবাগানের হয়েই খেলেছেন।

আরও পড়ুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত লিটন দাসের স্ত্রী

দাকোপ প্রতিদিন

করোনা মোকাবিলায় বিশ্বকাপ জয়ের জার্সি দান ম্যারাদোনার

দাকোপ প্রতিদিন

কন্যা ইরামের প্রথম ছবি পোস্ট করলেন সাকিব

দাকোপ প্রতিদিন

ফাইনালে আর্জেন্টিনা

দাকোপ প্রতিদিন

নেইমারদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের

দাকোপ প্রতিদিন