২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ৭ জনের

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১৪ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এদিকে আরও ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১০৮ জন সুস্থ হলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। তিনি বলেন, মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ, বাকি ২ জন নারী। এদের সবাই ঢাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, একমাস আগে আজকের দিনে আক্রান্ত ছিল মাত্র ৬ জন। আজকে একমাস পর একইদিনে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৫.২৬ শতাংশই ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের।

আরও পড়ুন

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে “সচেতন দাকোপবাসী”র প্রচার বিমুখ কয়েকজন তরুণ

দাকোপ প্রতিদিন

দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড ৭৮৬

দাকোপ প্রতিদিন

একদিনে ৩৪১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১০ জনের

দাকোপ প্রতিদিন

সমাজকর্মী বনানী বিশ্বাসের অনন্য উদ্যোগ, বিনামূল্যেই মেলে নিত্যপ্রয়োজনীয় জিনিস

দাকোপ প্রতিদিন

মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

দাকোপ প্রতিদিন

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ তিনজনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু

দাকোপ প্রতিদিন

বাগেরহাটের মোংলায় ১১০ জন হোম কোয়ারেন্টিনে

দাকোপ প্রতিদিন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭৩ জন শনাক্ত, ২২ জনের মৃত্যু

দাকোপ প্রতিদিন