দিপায়ন দ্বীপের ছোট্ট কবিতায় মর্মস্পর্শী জীবনের গল্প
সার্টিফিকেট : দিপায়ন দ্বীপ আজ আমার সাতচল্লিশতম ইন্টারভিউ, প্রাণপন সংগ্রাম করে চলেছি একটা চাকরি পোক্ত করবার আশায়। কিন্তু কোথায় এসে যেন একটা গরমিল পাকিয়ে যায়, সব সফলতাকে হার মানিয়ে দেয় ঘুষ নামের এক বিশ্রী শব্দ। আমার সার্টিফিকেটগুলো নর্দমায় পড়ে থাকা...