চালনা পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্যকুমার মন্ডল নিজ অর্থায়নে করোনা ভাইরাস সংকট কালে উপহার হিসেবে কর্মবিরত অসহায় ১২শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি লবণ।
১৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় বৌমার গাছতলাস্থ নিজ বাসভবনের সম্মুখ হতে খাদ্যসামগ্রী বিতরণের প্রথম পর্যায় শুরু হয়। এসব সামগ্রী পর্যায়ক্রমে চালনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২শত পরিবারের মাঝে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, শিবেন্দ্র প্রসাদ রায়, সমাজসেবক শেখ সাব্বির আহম্মেদ, আফজাল হোসেন খান, গাজী আবদুর রহিম, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, সাবেক কাউন্সিলর বিপ্লব বিশ্বাস, সমাজসেবক বিলাশ বিশ্বাস, শিব পদ গোলদার, চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অতিন মন্ডল, সম্পাদক সুকৃতি রায়, এ্যপোলো মন্ডল, গৌতম বিশ্বাস প্রমুখ।