জার্সিতে ম্যারাদোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব ৷ ’’
করোনা যুদ্ধে এবার সামিল দিয়েগো ম্যারাদোনাও ৷ করোনা যোদ্ধাদের সাহায্য করতে এবার নিজের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের জার্সি দান করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তী ৷ ওই বিশ্বকাপে পরে খেলেছিলেন, এমন একটা জার্সি নিজের অটোগ্রাফ-সহ দান করলেন দিয়েগো ৷
জার্সিতে মারাদোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব ৷ ’’
করোনা মহামারিতে এখন বিপর্যস্ত ম্যারাদোনার দেশ আর্জেন্টিনাও ৷ সে দেশে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা ৷ সেই সঙ্গে মৃত্যুও ৷ তাই দেশবাসীর সাহায্যে এগিয়ে এলেন ম্যারাদোনাও ৷ তাঁর দান করা জার্সি এবার নিলামে তোলা হবে ৷ তার থেকে সংগৃহীত অর্থ করোনা রোগীদের চিকিৎসার কাজে লাগানো হবে ৷ ইতিমধ্যেই আর্জেন্টিনার অসহায় মানুষদের হাতে মাস্ক এবং খাবারও তুলে দেওয়া হয়েছে ৷
আর্জেন্টিনার মানুষদের কাছে, ম্যারাদোনা শুধু ফুটবলারই নয় ৷ তিনি তাঁদের কাছে দেবতার মতো ৷ এই দান চিরকাল তাঁরা মনে রাখবেন ৷