বাজুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা (ভিডিও)

দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ মাঠে গরু চরাতে নিষেধ করার জেরে নিলোৎপল রপ্তান (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজ (৯ জুন) সকাল ৮টার দিকে তিনি মারা যান। নিহত নিলোৎপল ঐ কলেজেরই সহকারী লাইব্রেরিয়ান সুকুমার রপ্তান এর ছেলে। কলেজ ক্যাম্পাসের পাশে তারা নিজস্ব বাড়িতে বসবাস করতেন। ঘাতক ইমন শেখকে সাথে সাথেই স্থানীয়রা আটক করে। ইমন শেখ বাজুয়া এসএন কলেজেরই পাশ্ববর্তী বাদল শেখের ছেলে।

নিহত নিলোৎপল , ছবি সংগৃহীত

বাজুয়া সুরেন্দ্রনাথ (এসএন) ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল রায় জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিহত নিলোৎপল রপ্তানের বাবা কলেজের সহকারী লাইব্রেরিয়ান সুকুমার রপ্তানকে কলেজ দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যা নাগাদ সুকুমার রপ্তান কলেজ চত্বরে দায়িত্ব পালন করার সময় হত্যাকারী ইমরান হোসেন ইমন শেখের বাবা বাদল শেখ কলেজ ভবনের বারান্দার মধ্যদিয়ে গরু নিয়ে আসলে কলেজের পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কায় মাঠে গরু চরাতে নিষেধ করেন সুকুমার রপ্তান। এতেই ইমনের সঙ্গে জড়িয়ে পড়ে বাকবিতণ্ডায়।

প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায়, সোমবারের ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ইমন শেখ সুকুমার রপ্তানের বাড়িতে আসে। এসময় তার ছেলে নিলোৎপলকে ঘুম থেকে ডেকে তুলে তর্কবিতর্ক শুরুর একপর্যায়ে নিলোৎপলকে ছুরিকাঘাত করে ইমন। 

নিলোৎপলকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা টের পেয়ে ইমনকে আটক করে।

রক্তাক্ত অবস্থায় নিলোৎপলকে স্থানীয় এমবিবিএস ডাক্তারের কাছে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথিমধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয়রা ঘাতককে আটক করে এবং গণ পিটুনি দেয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে গণপিটুনীতে গুরুতর আহত ইমন শেখকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং সবশেষ জানা গেছে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগে মারা গেছে ঘাতক ইমন শেখ।

আরও পড়ুন

লক্ষ্মীখোলা জি টি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ (এসএসসি ২০২০) – ছবি গ্যালারি – পর্ব ১১

দাকোপ প্রতিদিন

মানবতার সেবায় দাকোপ ব্লাড-ব্যাংকের যাত্রা শুরু

দাকোপ প্রতিদিন

ডা: অশোক কুমার বৈদ্যের সুস্থতা কামনায় গৌতম কুমার সরদারের আবেগঘন স্টাটাস

দাকোপ প্রতিদিন

দিপায়ন দ্বীপের ছোট্ট কবিতায় মর্মস্পর্শী জীবনের গল্প

দাকোপ প্রতিদিন

দাকোপে হীড বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দাকোপ প্রতিদিন

সৌমেনের ঋণ শোধ করতে পারবো না, একটা টাকাও সে নিল না গাড়িভাড়ার

দাকোপ প্রতিদিন

খুলনা শহরে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৩০

দাকোপ প্রতিদিন

দাকোপে ২৮ জন হোম কোয়ারেন্টিনে, খুলনা বিভাগে ১৯৮

দাকোপ প্রতিদিন

সমীরন রায়ের কবিতায় সোনালি দিনের প্রতিশ্রুতি

দাকোপ প্রতিদিন